সরন ও দূরত্ব এর পার্থক্য :-


সরন (Displacement) : সরন হলো যেকোন দুটি বিন্দুর মধ্যে সোজাসুজি পথের পরিমাপ । অর্থাৎ সরন হলো যেকোন দুটি বিন্দুর মধ্যে নূন্যতম দূরত্ব। 


দূরত্ব (Distance) : দূরত্ব হলো যেকোন দুটি বিন্দুর মধ্যে পথের পরিমাপ। এক্ষেত্রে পথ সোজা না হতেও পারে। যদি পথ সোজা হয় তবে সেক্ষেত্রে সরন = দূরত্ব। 


🔲 তাহলে বলা যায় সরন দূরত্বের একটি বিশেষ রূপ। 


উদাহরণ (Example) : মনে করো, তোমার বাড়ি থেকে ডান দিকে 400 মিটার দূরে তোমার বন্ধুর বাড়ি এবং তোমার বন্ধুর বাড়ি থেকে উত্তর দিকে 300 মিটার দূরে তোমাদের স্কুল। তুমি তোমার বন্ধুকে ডেকে স্কুল যেতে গেলে তোমাকে মোট (400+300)= 700 মিটার অতিক্রম করতে হবে। এক্ষেত্রে এটি সোজা পথ নয়, তাই তুমি ৭০০ মিটার দূরত্ব (Distance) অতিক্রম করেছো। 


সরন ও দূরত্ব


 কিন্তু তুমি যদি তোমার বন্ধুকে না ডেকে সোজা স্কুল চলে যাও তবে তোমার সরন (Displacement) হবে 500 মিটার। এক্ষেত্রে এটি সোজা পথ। 


🔲 সরনের মান সব সময় দূরত্বের সমান বা দূরত্বের কম হবে। কিন্তু কখনও দূরত্বের থেকে বড়ো হবে না।