চাপ কী?

কোনো তলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান কে চাপ বলে। 
উদাহরণস্বরূপ বলা যায়, আপনার হাতে একটি বেলুন আছে এবং আপনি সেটির উপর হাত দিয়ে বল প্রয়োগ করছেন। এখন আপনি যে পরিমাণ বল প্রয়োগ করছেন সেটিকে বেলুনের তলেরক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ওই বেলুনের উপর প্রযুক্ত চাপের মান পাওয়া যাবে। কারণ এটি ওই তলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে নিদর্শ করছে, আর এটিই চাপের সংজ্ঞা । 

চাপের মাত্রা সমীকরণ নির্ণয়:

চাপের মাত্রীয় সমীকরণ হল [ML^{-1}T^{-2}] । 
অর্থাৎ চাপে ভর, দৈর্ঘ্য, সময়ের মাত্রা আছে, যাদের সূচক যথাক্রমে 1, -1, -2 । 
চাপের মাত্রীয় সমীকরণ হল \([ML^{-1}T^{-2}]\) ।  অর্থাৎ চাপে ভর, দৈর্ঘ্য, সময়ের মাত্রা আছে, যাদের সূচক যথাক্রমে \(1, -1, -2\) ।

চাপের মাত্রা সমীকরণ নির্ণয়ের পদ্ধতি:

এখন আমরা চাপের সমীকরণ থেকে চাপের মাত্রা নির্নয় করবো। 
সংজ্ঞা থেকে আমরা চাপের সমীকরণ লিখতে পারি P= \frac{F}{A} যেখানে P চাপ,  F বল ও A ক্ষেত্রফলকে নির্দেশ করে। 
আবার আমার জানি, F=ma যেখানে m ভর এবং a ত্বরণ।  আবার a= \frac{v}{t} যেখানে v বেগ এবং t
সময়। আবার v= \frac{s}{t} যেখানে s সরন এবং t
সময়। 
এখন লিখতে পারি, 
P=\frac{F}{A}
\Rightarrow P=\frac{ma}{A}
\Rightarrow P=\frac{mv}{At}
\Rightarrow P=\frac{ms}{At^{2}}
এখন আমরা মাত্রা নির্নয় করবো। 
আমারা জানি,  ভরের মাত্রা [M], সরনের মাত্রা [L], সময়ের মাত্রা [T], ক্ষেত্রফলের মাত্রা [L^2] । এগুলো ব্যবহার করে, 
[ P]=\frac{[m][s]}{[A][t^{2}]}
\Rightarrow [ P]=\frac{[M][L]}{[L^{2}][T^{2}]}
\Rightarrow [ P]= [ML^{-1}T^{-2}]
সুতরাং চাপের মাত্রীয় সমীকরণ হল [ML^{-1}T^{-2}]

চাপের SI একক:

চাপের একক হল পাস্কেল (Pa)। প্রতি বর্গমিটারের উপর এক নিউটন (N) বল প্রয়োগ হলে তাকে এক Pa বলা হয়। 

চাপ স্কেলার রাশি কেন? 

সেই সমস্ত ভৌত রাশিকে স্কেলার রাশি বলে যাদের শুধুমাত্র মান আছে কিন্তু নিদৃষ্ট দিক নায়। 
যেহেতু চাপের মান আছে কিন্তু নিদৃষ্ট কোনো দিক নায় তাই চাপ একটি স্কেলার রাশি। 

চাপের প্রায়োজনীতা কী? 

পদার্থবিদ্যা, প্রকৌশল এবং রসায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে চাপ খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, চাপ একটি বিমানের পাখায় বাতাসের দ্বারা প্রযুক্ত বল, মানুষের সংবহনতন্ত্রে রক্তের দ্বারা প্রযুক্ত বল এবং একটি পাত্রে গ্যাসের দ্বারা প্রযুক্ত বলের পরিমাপ করতে ব্যবহৃত হয়।