ভৌত রাশিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। 
১. স্কেলার রাশি (scalar quantity) 
২. ভেক্টর রাশি (Vector quantity) 

এখনে এই দুই প্রকার রাশি সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে।  
১. স্কেলার রাশি (scalar quantity):
স্কেলার রাশি (scalar quantity) হলো সেই সমস্ত রাশি যাদের শুধুমাত্র মান (value) আছে কিন্তু নিদৃষ্ট কোনো দিক (direction) নেয়। 
যেমন: বস্তুর ওজন যার শুধুমাত্র মান আছে, ওজন কে সম্পূর্ণ ভাবে বোঝানোর জন্য দিক এর প্রয়োজন হয় না। 
এছাড়াও স্কেলার রাশির আরও কিছু উদাহরণ: দৈর্ঘ্য, দূরত্ব (distance), ক্ষমতা, দ্রুতি (speed) ইত্যাদি। 

২. ভেক্টর রাশি (Vector quantity):
যে সমস্ত ভৌত রাশির মান ও দিকে দুটিই আছে এবং একই সাথে যারা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে তাদের ভেক্টর রাশি (Vector quantity) বলে। 
যেমন: কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে বোঝানোর জন্য এর মানের সাথে তা কোন দিকে প্রয়োগ হচ্ছে সেটা উল্লেখ না করলে ব্যপারটা অসম্পূর্ণ থেকে যায়, তাই বল একটি  ভেক্টর রাশি।  সেই সঙ্গে বল ভেক্টর যোগের নিয়মও মেনে চলে। 
এছাড়াও ভেক্টর রাশির আরও কিছু উদাহরণ: সরন (displacement), বেগ (velocity), ত্বরণ ইত্যাদি। 

 NB: সরন ও দূরত্ব ভিন্ন ভৌত রাশি। 
        বেগ ও দ্রুতি ভিন্ন ভৌত রাশি।