পরিমাপের এককসমূহ (Units of Measurment):


আমরা জানি যেকোন ভৌতরাশি (Physical Quantity) পরিমাপ করার জন্য তার একক অতিগুরুত্তপূর্ণ  | কারণ যদি কোন ভৌতরাশির সাথে একক (unit) না বলা হয় তবে তার  অর্থ অসম্পূর্ণ থেকে যায় | তাই প্রটতেকটি ভৌত রাশির একক অদ্বিতীয় (unique) হয় | 
 কোন ভৌতরাশি পরিমাপ করার সময় সেটিকে কোন প্রমাণ (standard) মানের সাপেক্ষে পরিমপ করা হয় , এবং এই ক্ষেত্রে সেই প্রমাণ মান কে একক হিসাবে গণ্য করা হয় | এক্ষেত্রে একটা অসুবিধা থেকে যায় যে এই প্রমাণ মান ব্যাক্তি সাপেক্ষে আলাদা হতে পারে তাই এই প্রমাণ গুলোকে একটা একটা অন্তরজাতিক মান ধরে নেওয়া হয়েছে  | 
তাই যেকোনো ভৌতরাশি পরিমাপের জন্য সেটির সংখ্যা এবং তার পাশে একক লেখা হয় | যেমন : কোন দৈর্ঘকে বোঝানোর জন্য বাবহার করা হয় 5 মিটার , 10 মিটার ইত্যাদি | এখানে মিটার কথাটি একটি নির্দিষ্ট বা প্রমাণ মানকে বোঝায় |

একককে দুই ভাগে ভাগ করা যায় 
  1. প্রাথমিক বা মূল একক (Fundamental Unit)
  2. লব্ধ একক (Derived Unit)

প্রাথমিক বা মূল একক (Fundamental Unit):
যেসব একক (unit) নিজে নিজেই সম্পন্ন তাদেরকে প্রাথমিক একক (unit) বা মূল একক বলা হয় অর্থাৎ এই এককগুলো অন্য একক এর সাহায্য ছাড়াই তৈরি হয় | প্রকৃতিতে এরকম সাতটি (7) মূল একক রয়েছে | যথা 
  1. মিটার (m)➡ দৈর্ঘ (Length)
  2. কে জি (Kg)➡ ভর (Mass)
  3. সেকেন্ড (s)➡ সময় (Time)
  4. অ্যামপিয়ার (A) ➡তড়িত প্রবাহ (Electric current) 
  5. কেলভিন (K)➡ তপগতিও তাপমাত্রা (Thermodynomic  temperature) 
  6. মোল (mol)➡ পদার্থের পরিমাণ (Amount of substance) 
  7. ক্যান্ডেলা (cd)➡ দীপন প্রবাল্য (Luminous Intensity) 
এগুলি হল SI মূল একক (fundamental unit or base unit) 
podarthobidya


লব্ধ একক (Derived Unit):

যেসব এককগুলি মূল একক (unit) এর সাহায্য নিয়ে তৈরি হয় তাদেরকে লব্ধ একক বলা হয় | 

যেমন: বেগ (velocity), ত্বরন (acceleration), বল (force), কার্য (Workdone) ইত্যাদির  একক হলো লব্ধ একক  | 

বাখ্যা: বেগের একক মি. /সে.  (m /s ) । যেহেতু বেগের একক  দুটি একক নিয়ে তৈরি  তাই এটি লব্ধ একক ।