ক্রিকেট কিংবদন্তি,  ভাষ্যকার এবং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম কোচ রবি শাস্ত্রীর লেখা বই "Stargazing: The Players in my Life" সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটতে তিনি বিশ্বের ৬০ জন অসাধারণ প্রতিভা এর উল্লেখ করেছেন যারা তিনাকে খুব উৎসাহিত করেছেন। 

Stargazing, The Players in My Life
Read Now

  • বইটির প্রকাশক: HarperCollins India 
  • সহ লেখক: আয়াজ মেনন (Ayaz Menon)
বইটিতে তিনি মহেন্দ্র সিং ধোনী সম্পর্কে কিছু লিখেছেন যা তিনি ধোনী কে বলতে চেয়েছিলেন যখন অবসর ঘোষণা করেন, কিন্তু সে সময় তার বলা সম্ভব হয়নি । এছাড়া তিনি বিরাট কোহলি এর সাথে তার স্পেশাল বন্ধন কিভাবে পৃথক করেছিলেন  সে সম্পর্কেও লিখেছেন । এবং কোচ হিসাবে নিজের ভূমিকা ও লিখেছেন ।