নিউটনের গতি সূত্র:

Newtown's Laws of Motion


স্যার আইজ্যাক নিউটন, ক্লাসিক্যাল মেকনিক্সে বস্তুর উপর প্রযুক্ত বল ও তার গতি সম্পর্কিত তিনটি (3) সূত্র দিয়েছেন। এই সূত্রগুলি নিউটনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূত্র নামে পরিচিত। সূত্রগুলি হলো। 

  1. নিউটনের প্রথম সূত্র: বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো সুষম বেগে  চলমান  বস্তু চিরকাল সুষম বেগে চলতে থাকে এবং স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকে।  
  2. নিউটনের দ্বিতীয় সূত্র: কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক  এবং তার দিক প্রযুক্ত বলের অভিমুখে । 
  3. নিউটনের তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।  

নিউটনের প্রথম সূত্রের ব্যখ্যা: 

অর্থাৎ যদি কোনো একটি সুষম ভাবে গতিশীল বস্তুর (যেমন- স্থির বেগে গতিশীল একটি গাড়ি) উপর যদি বাহ্যিক বল (যেমন- ঘর্ষন, বায়ুর বাধা, অন্য গাড়ির ধাক্কা ইত্যাদি) না প্রয়োগ না করা হয় তবে সেটি সারা জীবন ওই বেগে চলতেই থাকবে। 

আবার, যদি বস্তুটি স্থীর থাকতো এবং তার উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তবে সেই বস্তুটি সারা জীবন স্থীর অবস্থাতেই থেকে যাবে।