বেগ ও দ্রুতি এর মধ্যে পার্থক্য :
বেগ ও দ্রুতির পার্থক্য |
বেগ (Velocity): সময়ের সাপেক্ষে সরন পরিবর্তনের হার কে বেগ বলা হয়।
আর্থাৎ বেগ = সরন / সময় ।
দ্রুতি (Speed): সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার কে দ্রুতি বলা হয়।
আর্থাৎ দ্রুতি = দূরত্ব / সময় ।
🔲 উভয়ের একক একই।
SI একক মিটার / সেকেন্ড । m/s
CGS একক সেন্টিমিটার / সেকেন্ড । cm/s
🔲 বেগ এর একটি নির্দিষ্ট মান (value) ও দিক (direction) আছে। তাই বেগ ভেক্টর ( vector) রাশি।
🔲 কিন্তু দ্রুতি এর শুধুমাত্র মান (value) আছে, এর কোনো দিক নায় (no direction) । তাই দ্রুতি একটি স্কেলার (scalar) রাশি।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন